শুক্রবার, ৬ ডিসেম্বার, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

খাদ্য সরবরাহ পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ে সভা বুধবার


Published: 2024-08-13 16:27:53 BdST, Updated: 2024-12-06 12:46:58 BdST


নিজস্ব প্রতিবেদক : দেশের বর্তমান খাদ্য সরবরাহ পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ে জরুরি সভা ডেকেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

জরুরি সভায় দেশের বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূ্ল্যস্ফীতিকে সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য করণীয় নির্ধারণে আলোচনা করা হবে।

অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সভাপতিত্বে সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ এবং শিল্প, খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।