শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অর্থবছরের প্রথম আট মাসে তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৬৮৩ কোটি ৮৮ লাখ ডলার


Published: 2017-04-09 04:36:15 BdST, Updated: 2024-04-27 08:00:14 BdST

বিওয়াচ প্রতিবেদক: চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৬৮৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ৫ দশমিক ৬৪ শতাংশ কম। তবে গত অর্থবছরের প্রথম ৮ মাসের তুলনায় এবার এ খাতের পণ্য রপ্তানি আয় ২ দশমিক ৮২ শতাংশ বেশি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মার্চ মাসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৮ মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৯০৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৯৫৬ কোটি ২৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৩৩৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের প্রথম ৮ মাসে আয় হয়েছিল ৮৬৪ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে নিটওয়্যার পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯২১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এ খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৯০৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৯ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ৫ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৪৭৩ কোটি ৮৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে আয় হয়েছিল ৯৪৮ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬২১ কোটি মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৪ কোটি ৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এই সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৯৫৬ কোটি ২৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ২৮ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।