শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কসমেটিক্স কারখানা করতে মংলা ইপিজেডে ৬০ লাখ  ডলার বিনিয়োগ করবে হোয়াসিন (বিডি)


Published: 2019-05-20 15:55:58 BdST, Updated: 2024-04-20 07:11:01 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

কসমেটিক্স এক্সেসরিজ শিল্প স্থাপন করতে মংলা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান মেসার্স হোয়াসিন (বিডি) লিমিটেড সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই শিল্প বার্ষিক ৩০ কোটি পিস কসমেটিক্স মেকআপ ব্রাশ, কসমেটিক্স মেকআপ স্পঞ্জ, কসমেটিক্স বক্স কনটেইনার, কসমেটিক্স ব্যাগ, আয়না, নেইল ক্লিপারস, নেইল পলিশিং পেপার, টুইজারস, আইল্যাশ, কারলার এক্সেসরিজ সামগ্রী উৎপাদন করবে হোয়াসিন (বিডি) কারখানায় ১৪৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে  এজন্য  ২০ মে সোমবার  ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) মেসার্স হোয়াসিন (বিডি) লিমিটেড এর মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়নজিল্লুর রহমান এনডিসি এবং হোয়াসিন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিম জংবো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন বেপজার পক্ষে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি, সদস্য (প্রকৌশলমোহাম্মদ ফারুক আলম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়নমোঃ তানভীর হোসেন এবং উপ-মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়নআব্দুল্লাহ আল মাহবুব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।