শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই গ্রাহক পেলেন ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা


Published: 2023-04-05 21:49:02 BdST, Updated: 2024-04-19 12:46:35 BdST


নিজস্ব প্রতিনিধি : ওয়ালটন প্লাজা খুলনা নওয়াপাড়ার দুই গ্রাহককে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। ক্রেতা এবং ক্রেতা পরিবারের সদস্যের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে বুধবার (৫ এপ্রিল) দুই পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে ক্রেতা মো. আব্দুল গফফার মোল্লার মৃত্যুতে সহায়তার ৫০ হাজার টাকা পেয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম এবং অপর কিস্তি গ্রাহক মোসা. সাকিলা খাতুনের স্বামী শরিফুল ইসলাম সাগরের মৃত্যুতে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। কিস্তি গ্রাহক মোসা. সাকিলা খাতুন ৩৩ হাজার ৪৯০ টাকা মূল্যের ফ্রিজ ক্রয় করে চার মাস কিস্তি প্রদান করেন। এরপর দুর্ঘটনাজনিত কারণে তার স্বামী মৃত্যুবরণ করায় তিনি এ সহায়তা পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার চলিশা ইউনিয়নে চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ওয়ালটনের খুলনা এরিয়ার আর এস এম সূব্রত দাস, আরসিএম খালেদ আহমেদ, ওয়ালটন প্লাজা নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, গণমান্য ব্যক্তিবর্গ এবং ওয়ালটন প্লাজা নওয়াপাড়ার কর্মকতারা।

অপরদিকে, ক্রেতা মো. আব্দুল গফফার মোল্লা ২৬ হাজার ৯২০ টাকা মূল্যের ফ্যান কিনে ১ম কিস্তির টাকা প্রদানের পূর্বেই মারা যান। এ কারণে সহায়তার ৫০ হাজার টাকা পেয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম। উপস্থিত ছিলেন বনগ্রাম শ্রীধরপুর ইউনিয়নের মেম্বর আনজার খান এবং বনগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক, ওয়ালটনের খুলনা এরিয়ার আর এস এম সূব্রত দাস, আরসিএম খালেদ আহমেদ, ওয়ালটন প্লাজা নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওয়ালটন প্লাজা নওয়াপাড়ার সব কর্মকর্তারা। প্রসঙ্গত, কিস্তি চলমান অবস্তায় ক্রেতা বা তার পরিবারের সদস্যের মৃত্যুতে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।