শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংক ও রকেটে’র মধ্যে আন্তএকাউন্ট ফান্ড ট্রান্সফার চুক্তি


Published: 2018-10-20 13:54:55 BdST, Updated: 2024-04-19 04:05:45 BdST

বিজনেস ওয়াচ ডেক্স:

ব্র্যাক ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং “রকেট” একাউন্টের মধ্যে আন্তঃএকাউন্ট ফান্ড ট্রান্সফার সুবিধার জন্য উভয় ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৭ অক্টোবর করা এই চুক্তি স্বাক্ষরের ফলে, ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা তাদের ব্র্যাক ব্যাংকের একাউন্ট থেকে রকেট একাউন্টে বা রকেট একাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের একাউন্টে ফান্ড ট্রান্সফার করে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে পারবেন। গ্রাহকগণ ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম ও অ্যাপ অথবা রকেটের টঝঝউ সিস্টেম ও রকেট অ্যাপ ব্যবহার করে এই সেবা গ্রহণ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর.এফ. হোসেন এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মোঃ শিরিন এর উপস্থিতিতে ১৭ অক্টোবর, ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম এবং ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ আবুল কাশেম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।