বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানে কর্মী পাঠানোর ভূয়া বিজ্ঞপ্তি ও চুক্তিপত্র পাওয়ায় টিএমএসএস আইসিটিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা


Published: 2019-10-28 18:28:08 BdST, Updated: 2024-04-25 09:37:19 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক:
জাপানে কর্মী পাঠানোর ভূয়া বিজ্ঞপ্তি ও চুক্তিপত্র পাওয়ার অপরাধে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএএস) সিসটার কনসার্ন টিএমএসএস আইসিটি ডোমেইনকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত মোবাইল কোর্ট। ঢাকার মিরপুরস্থ কাজীপাড়ায় অবস্থিতি ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএএস) একটি অঙ্গ প্রতিষ্ঠান টিএমএসএস আইসিটি সরকারি অনুমোদন না নিয়ে জাপানে কর্মী প্রেরণের কার্যক্রম পরিচালনা করায় তাদেকে এ জরিমানা করা হয়েছে। ২৮ অক্টোবর দুপুর পৌনে একটায় রাজধানীর মিরপুরস্থ কাজীপাড়া এলাকায় র‌্যাব-৩ এর সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মাসুমা পারভীনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। তাকে সহযোগিতা করে র‌্যাব-৩ এর মেজর মোঃ জাহাঙ্গীর আলম ও এএসপি রবিউল ইসলাম এবং তাদের ১৮ সদস্যবিশিষ্ট একটি টিম । জাপানে চাকরীর প্রলোভন দেখিয়ে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও কর্মীদের প্রশিক্ষণ ও ভিসা প্রসেসিং বাবদ প্রতি জনের নিকট হতে ৮ লক্ষ টাকা চার্জ ও ফি নেওয়ার প্রাক্কালে এ অভিযান পরিচালনা করা হয়। কাজী পাড়ার ৬৩১/৫ নম্বর বাসায় টিএমএসএস এর কার্যালয়ে ড. মাসুমা পারভীনের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐ অফিসের পরিচালক নিগার সুলতানা, জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম ও বাবলু সরোয়ার নামে তিন জনকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩২ ও ৩৩ ধারায় যথাক্রমে চাকুরীর প্রলোভন দেখিয়ে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও ভুয়া ডিমান্ড লেটার, ভিসা ক্রয়-বিক্রয়ের নামে অবৈধ অফিস খুলে ব্যবসা করার দাঁয়ে জরিমানা করা হয় বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।