শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জাতীয় জাদুঘরে চলছে কুটির ও হস্ত শিল্পপণ্য মেলা


Published: 2019-05-07 23:31:36 BdST, Updated: 2024-04-20 10:55:12 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় জাদুঘরে (নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি), চলছে কুটির ও হস্ত শিল্পপণ্য মেলা। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড রির্সাচ কাউন্সিল (এসডিআরসি)-এর উদ্যোগে আয়োজিত এ মেলা ৭ মে থেকে ৮ দিনব্যাপী  ১৫মে পর্যন্ত চলবে। এডিআরসির সভাপতি মমতাজ মকসূদ মঙ্গলবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় এসডিআরসির কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।  মেলায় বিভিন্ন ধরনের কুটির ও হস্ত শিল্পপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উক্ত মেলায় দেশের বিভিন্ন এলাকার কারুশিল্পীগণের উৎপাদিত কুটির ও হস্তশিল্প পণ্য  সামগ্রীর ৩০টি স্টল রয়েছে। এতে জামদানি, নকশিকাঁথা, তাঁতের শাড়ি ও লুঙ্গী, শতরঞ্জি, পাটজাত পণ্য, পাঞ্জাবি, থ্রিপিস, ছোট ছেলে-মেয়েদের পোশাক, পেইন্টিং এবং মধুসহ আরও অন্যান্য পণ্যেও বিপুল সমারোহ ঘটেছে। মেলায় এসএমই খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে সহায়তা ছাড়াও এসডিআরসির কর্তৃক আগ্রহী উদ্যোক্তাদেরকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি খাতে শিল্প-কারখানা স্থাপন ও উন্নয়নে সম্ভাব্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিদিন (১০মে,শুক্রবার বন্ধ) সকাল ৯.৩০মি: থেকে বিকাল ৩.৩০মি: পর্যন্ত মেলা চলবে। 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।