শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বাণিজ্য ঘাটতি সর্বকালের শীর্ষে


Published: 2022-07-03 22:44:37 BdST, Updated: 2024-04-27 00:01:28 BdST


বিজনেস ওয়াচ ডেস্ক : অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের মে মাসে ৮ শতাধিক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। এরপরও দেশটিতে বাণিজ্য ঘাটতি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছায়। পাকিস্তানে বাণিজ্য ঘাটতি বেড়ে ৪ হাজার ৮৬৬ কোটি ডলার হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ। সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে দেশটির বাণিজ্যে এ ঘাটতি হয়েছে, যা আগের অর্থবছরে ছিল তিন হাজার ৯৬ কোটি ডলার। কোনো দেশের রপ্তানির তুলনায় আমদানি বেশি হলে বাণিজ্য ঘাটতি হয়। ডনের প্রতিবেদনে জানানো হয়, গত অর্থবছরে আমদানি প্রত্যাশিত মাত্রার চেয়ে ৫৭ শতাংশ বেশি হয়েছে।

অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের মে মাসে ৮ শতাধিক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। এরপরও দেশটিতে বাণিজ্য ঘাটতি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে এলেও প্রত্যাশিত ফল পেতে ব্যর্থ হয়েছে। ২০২১-২২ অর্থবছরের শেষ মাস জুনে এক বছর আগের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২.৩ শতাংশ, অর্থের হিসাবে যা ৪৮৪ কোটি ডলার। এক বছর আগে একই মাসে বাণিজ্য ঘাটতি ছিল ৩৬৬ কোটি ডলার।

রপ্তানির তুলনায় আমদানি প্রায় দ্বিগুণ হওয়ায় বাণিজ্যে এ ঘাটতি দেখা গেছে। পাকিস্তানে ‍২০১৭-১৮ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। এর মূল কারণ ছিল চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি। পরের দুই অর্থবছরে বাণিজ্যে ঘাটতি কমে যায়। ২০১৮-১৯ অর্থবছরে দেশটিতে বাণিজ্য ঘাটতি ছিল ৩ হাজার ১০৮ কোটি ডলার। এরপর ২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য ঘাটতি আরও কমে দুই হাজার ৩০২ কোটি ডলারে দাঁড়ায়। পাকিস্তানে ২০২০-২১ অর্থবছর থেকে বাড়তে থাকে বাণিজ্য ঘাটতি। ওই বছর ঘাটতি ছিল তিন হাজার ৮ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে সেটি সব রেকর্ড ছাড়িয়ে দাঁড়ায় ৪ হাজার ৮৬৬ কোটি ডলারে। আন্তর্জাতিক বাজারে কৌশলগত পণ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সর্বকালের শীর্ষে থাকার মধ্যে বাণিজ্যে এ ঘাটতি দেখল দক্ষিণ এশিয়ার দেশটি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।