মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বার, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

যন্ত্রপাতি আমদানিতে শুল্কায়ন জটিলতা দূর করার আহ্বান ইস্পাত শিল্পের উদ্যোক্তাদের


Published: 2024-08-17 19:57:40 BdST, Updated: 2024-09-17 02:08:51 BdST

নিজস্ব প্রতিবেদক: লোহা ও ইস্পাত শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি করার ক্ষেত্রে পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং বন্দর সক্ষমতা বৃদ্ধিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধিন অন্তর্বর্তীকালিন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

শনিবার (১৭ আগস্ট, ২০২৪) সকালে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে আয়রন, কার্বন স্টিল, স্টেইনলেস স্টিল এবং রি-রোলিং ইন্ডাস্ট্রি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এই আহ্বান জানানো হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসকে মাসুদুল আলম মাসুদ। এসময় অন্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী এবং কমিটির ডিরেক্টর ইন-চার্জ ও এফবিসিসিআই‘র পরিচালক মোঃ আমির হোসেন নূরানী।

 সভায়  সময়, লোহা ও ইস্পাত শিল্পসহ সব ধরণের শিল্প কারখানার জন্য গুণগত এবং নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে কার্যকরি পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তারা।

সভার শুরুতে এক প্রতিবেদনে জানানো হয়, দেশে বার্ষিক মাথাপিছু ইস্পাতের ব্যবহার ৪০ কেজি। বাংলাদেশে আকরিক লোহার খনি না থাকার স্থানীয় চাহিদা পূরণের জন্য প্রতিবছর প্রায় ৩০ লাখ টন ইস্পাত আমদানি করতে হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।