মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বার, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বন্যার্তদের সহায়তাশুকনো খাদ্য ও জরুরি পণ্যে সীমিত মুনাফার আহ্বান এফবিসিসিআইয়ের


Published: 2024-08-25 13:38:20 BdST, Updated: 2024-09-17 02:08:44 BdST

নিজস্ব প্রতিবেদক : টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামসহ দেশের অন্তত ১২ জেলার বহু গ্রাম প্লাবিত হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নগদ অর্থ ও অন্যান্য পণ্য সামগ্রী দিয়ে দুর্গতদের সহায়তা করছে। এই কঠিন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যে কম মুনাফা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

ছাত্রসমাজ, ব্যবসায়ী সম্প্রদায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যা দুর্গত এলাকায় চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ওষুধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে এসব পণ্যে সীমিত মুনাফা করার কথা বলছেন মাহবুবুল আলম।

রোববার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে ব্যবসায়ী সম্প্রদায় এবং শিল্পগোষ্ঠীসমূহকে বন্যার্তদের সহায়তায় আরও উদার হওয়ান অনুরোধও জানান এফবিসিসিআই সভাপতি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।