মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কোভিড মহামারী নবীন স্টার্টআপদের জন্য সম্ভাবনা তৈরি করেছে : সবুর খান


Published: 2022-06-26 21:58:17 BdST, Updated: 2024-03-19 08:11:42 BdST

নিজস্ব প্রতিবেদক : কোভিড -১৯ উদ্যোক্তা ও নবীন স্টার্টআপদের জন্য বড় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দুটোই সৃষ্টি করেছে। তবে সরকার আগে থেকেই ডিজিটাল বাংলাদেশ কর্মসূচী গ্রহণ করায় বৈশ্বিক অতিমারীতেও বাংলাদেশ এগিয়ে চলছে। ফলে সার্বিক উন্নয়ন সূচকে বিশ্বে দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে বাংলাদেশ। তিনি স্মার্টলী কাজ করার জন্য ডাটা সংগ্রহ, ইস্টারনেট অব থিংকস ও খৃত্রিম বুদ্দিমত্তার মত প্রযুক্তির সাথে মিতালী করতে এবং প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটালি এনাবলড্ ইকোসিস্টেম তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন।

২৩ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশে ‘ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টর্স উইক-২০২২’ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরটিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিমনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টর্স উইক-২০২২ এর বাংলাদেশ চেয়ার এবং ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান ডব্লিউবিএডব্লিউ এর গ্লোবাল চেয়ার এবং ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরামের নির্বাহী চেয়ারম্যান বেবার্স আলতুনতাস।
অনুষ্ঠানে ড. মো. সবুর খান দেশে ব্যাপক হারে উদ্যোক্তা তৈরীর ক্ষেত্রে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ সমূহ বিশেষ করে ভেঞ্চার ক্যাপিটাল, উদ্যোক্তা উন্নয়ন ফান্ড, ডিআইইউ ইনোভেশন ল্যাব ও ডি আইইউ স্টার্টআপ মার্কেট চালুর বিষয়গুলা তুলে ধরেন।
উদ্বোধনের পর ‘স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে অ্যাঞ্জল ইনভেস্টরদের ভূমিকা’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন প্রথম আলোর যুব উন্নয়ন প্রোগ্রামের প্রধান মুনির হাসান, বাংলাদেশ এঞ্জেলস এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিঝ্র্ও রহমান, বিডি জবস্ ডট কম এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাসরুর, উইডেভ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম আসিফ রহমান। গোলটেবিলটি পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের সিনিয়র লেকচারার এবং ডব্লিউবিএডব্লিউ-এর বাংলাদেশি সমন্বয়ক আসিফ ইকবাল।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।