শুক্রবার, ৬ ডিসেম্বার, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ফ্রান্সের থেমাস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট উপাধি পেলেন ড. যশোদা জীবন দেবনাথ


Published: 2023-09-19 11:30:12 BdST, Updated: 2024-12-06 14:41:44 BdST


নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সের বিখ্যাত দ্য থেমাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট) উপাধিতে ভূষিত হয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- এফবিসিসিআই’র সহ সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ। ব্যাংকিং এবং আর্থিক খাতের ডিজিটাইজেশনে গুরুত্বপূর্ন অবদানের জন্য ড. যশোদা জীবন দেবনাথকে এই সম্মানা দেয়া হয় বলে জানিয়েছে থেমাস বিশ্ববিদ্যালয়। ড. যশোদা জীবন দেবনাথ একজন মেধাবী এবং দূরদর্শী ব্যবসায় উদ্যোক্তা। কৌশল এবং উদ্ভাবনী চিন্তার প্রয়োগ ঘটিয়ে দেশের ব্যাংকিং এবং ফ্যাইন্যান্স খাতকে প্রতিনিয়ত অনন্য উচ্চতায় নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি। ড. দেবনাথ টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। টেকনোমিডিয়া সারাদেশে এটিএম বুথ, নোট সর্টিং মেশিন, নোট বাইন্ডিং মেশিন, ব্যাংকিং সফওয়্যার, অনলাইন চেক ক্লিয়ারিং সফটওয়্যার এবং ব্যাংকগুলোতে নিজস্ব সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে নিরাপদে নগদ টাকা সরবরাহ করে থাকে। ফলে সময় এবং খরচ কম লাগে । প্রতিষ্ঠানটি দেশের ৭০ শতাংশ এটিএম সেবা দিয়ে থাকে।

বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং প্লাস্টিক কার্ড আইডি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. দেবনাথ। এছাড়া তিনি মানিপ্ল্যান্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রোটেকশন ওয়ান প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালক নিযুক্ত আছেন। শিল্পখাতে অবদান, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতের ডিজিটাইজেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে একাধিকবার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি পুরস্কার প্রদান করা হয় ড. যশোদা জীবন দেবনাথকে। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শিল্প পুরস্কার, জাতীয় উৎপাদনশীলতা পুরস্কারসহ বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।

উল্লেখ্য, ডি. লিট উপাধি প্রদান উপলক্ষ্যে আগামী ২ অক্টোবর, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ড. যশোদা জীবন দেবনাথকে চিঠি পাছিয়েছে থেমাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।