বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানিতে বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার গুডস প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ


Published: 2018-07-02 17:47:20 BdST, Updated: 2024-04-25 17:07:17 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার গুডস প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ। টেনডেন্স নামে জার্মানির ফ্রাঙ্কফুটে ৩০ জুলাই থেকে চার দিনব্যাপী শুরু হওয়া প্রদর্শনী বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা।  যার মূলমন্ত্র হলো, লিভিং, গিভিং এবং ওয়েল বিয়িং। চার দিনের পর প্রদর্শনীটি  শেষ হলো আজ। টেনডেন্সে এ মেলার মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সবচেয়ে বড় এবং বর্ণময় ভোক্তাগোষ্ঠীর সামনে পৃথিবীর নানা প্রান্ত থেকে অংশ নিতে আসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উপস্থাপন করে ।

টেনডেন্সে অংশ নেওয়া বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো:

এবারের টেনডেন্সে বাংলাদেশ থেকে ৫ জন প্রদর্শক তাদের পণ্য ভোক্তাদের কাছে তুলে ধরেন। যাদের মধ্যে অন্যতম এ সিক্স, আর্টিসান, গোল্ডেন জুট প্রোডাক্টস, রেইনবো জুট মিলস এবং সান ট্রেড। তাদের প্রদর্শিত উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে ছিল ইন্টেরিয়র ডেকোরেটিং সামগ্রী, পাটের তৈরি বাস্কেট এবং অন্যান্য পণ্য, রান্নাঘরের সামগ্রী যার মধ্যে আছে সিরামিক্স এবং পোর্সিলিনের পণ্য, হস্ত শিল্পজাত নানা রকমের ভোগ্যপণ্য ইত্যাদি। ২০১৮ সালের এই প্রদর্শনীতে পৃথিবীর নানা প্রান্তের ৫০টি দেশ থেকে ৯৬০ জন প্রদর্শক আসেন তাদের নতুন ট্রেন্ডের নিত্যনতুন পণ্য প্রদর্শন করতে। এট্রেন্ডে প্রায় ২৪ হাজার ক্রেতা এবং দর্শনার্থী এবছরের মেলায় আসেন। যা টেনডেন্স ২০১৮ সালের স্লোগান লিভিং, গিভিং এবং ওয়েল বিয়িংকে সার্থক করে তোলে।

মেলা সম্পর্কে এ সিক্স বাংলাদেশের ডিরেক্টর মিস আফসানা জানান,  টেনডেন্স আমাদের জন্য একটা অসামান্য প্ল্যাটফর্ম যা আমাদের নতুন পণ্যগুলোকে বিশ্বের কাছে তুলে ধরার একটা সুযোগ তৈরি করে দেয়। সেই সাথে আমরা যেমন আমাদের বর্তমান ক্রেতাদের সাথে মুখোমুখি আলোচনা করতে পারি তেমনি ভবিষ্যৎ ক্রেতাদেরও সুযোগ হয় আমাদেরকে জানার।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।