প্যারিসের টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ২১ প্রতিষ্ঠান
Published: 2018-08-19 19:48:06 BdST, Updated: 2024-10-12 16:19:51 BdST
বিজনেস ওয়াচ প্রতিবেদক:সেপ্টেম্বরে প্যারিসের টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিবে বাংলাদেশের তৈরি পোশাক,ফ্যাব্রিক এবং চামড়াজাত পণ্যের ২১ প্রতিষ্ঠান। ১৭ থেকে ২০ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানি প্যারিসে চার দিনব্যাপি এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্যারিস হলো তৈরী পোশাক বিপণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো একটি সুযোগ হলো প্যারিসের এ টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। যা শুধু ফ্রান্সে না, সমগ্র ইয়োরোপে তাদের মার্কেট শেয়ার বাড়িয়ে নেবার জন্য একটি ভালো সুযোগ। প্যারিসের এই প্রদর্শনীতে প্রচুর দর্শক সমাগম হওয়ায় বাংলাদেশী রপ্তানিকারকদের জন্য ইয়োরোপে অ্যাপারেল সোর্সিংয়ের জন্য কার্যকর প্রদর্শনী। এর আগে ২০১৭ সালে টেক্সওয়ার্ল্ড – অ্যাপারেল সোর্সিংয়ের এ প্রদর্শনীতে মোট ১৬৬০ জন প্রদর্শক অংশ নেয়। এতে সারা বিশ্বের ১০৮ টি দেশ থেকে ১৪,৫৮১ জন দর্শনার্থী আসেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী এবং ক্রেতাদের সমাগম হয়। দর্শনার্থীদের অনেক বড় একটি অংশ এসেছে ব্রিটেন, ফ্রান্স, তুর্কি, স্পেন, ইটালি এবং জার্মানি থেকে।
এবারের প্রদর্শনীতে বংলাদেশ থেকে অংশ নেওয়া ২১ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি নিটওয়ার পণ্যের, ৫টি ডেনিমজাত পণ্যের, ৪টি ফ্যাব্রিক এবং ৩টি চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠান রয়েছে। এ প্রদর্শনীতে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ব্যানারে বাংলাদেশ একটি জাতীয় প্যাভিলিয়ন পাচ্ছে। বাংলাদেশ থেকে প্রদর্শনীতে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলেঅ হলো, তৈরি পোশাক: ডি কে সোয়েটার, ডেলফিটেক্স ইন্ডাস্ট্রিজ, ইভ ড্রেস শার্ট, এভারব্রাইট সোয়েটার, ফাহিম অ্যাপারেলস, হেলেনিক সোর্সিং, স্টাইল লিড ফ্যাশন, টিম সোর্সিং, ভয়েজার অ্যাপারেল। ফ্যাব্রিক: এক্সপেরিয়েন্স টেক্সটাইলস, এভিন্স টেক্সটাইলস, যাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস লিমিটেড। ডেনিম: আরগন ডেনিমস, চিটাগং ডেনিম মিলস, মাহমুদ ডেনিম, এনযে ডেনিম, নাইস ডেনিম। আর চামড়াজাত পণের ৩ প্রতিষ্ঠান হলো, আমাস ফুটওয়ার, বিএলজে বাংলাদেশ করপোরেশন, মেগামি ফুটওয়ার। ২০১৭ সালের প্যারিসের টেক্সওয়ার্ল্ড অ্যাপারেলসোর্সিংয়ের প্রদর্শনীতে বাংলাদেশের স্টলগুলোতে ছিলো দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রদর্শনীর পুরোটা সময় অ্যামেরিকা, ব্রিটেন, তুর্কি, জার্মানি, ফ্রান্স এবং অন্যান্য ইয়োরোপিয়ান এবং মধ্য এশিয়ার দেশ থেকে আসা দর্শনার্থী এবং ক্রেতাদের বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত প্রশ্নে ব্যস্ত ছিলো বাংলাদেশি প্রদর্শকেরা।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।