শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ নভেম্বর ঢাকায় শুরু হবে বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম আসর  


Published: 2018-10-18 11:36:59 BdST, Updated: 2024-04-19 04:54:04 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম আসর ৭ ও ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপীপ্রদর্শনী চলবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে। বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬২ প্রতিষ্ঠান ও বিপুল সংখ্যক বিদেশি দর্শনার্থী এক্সপোতে অংশ নিবে বলে আশা করা হচ্ছে। ডেনিম শিল্পে টেকসই ও ‘ইকোলজি’ তথা পরিবেশবান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরতে বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম সংস্করণের মূল প্রতিপাদ্য হিসাবে ‘সিমপ্লিসিটি’ নির্ধারণ করা হয়েছে। এ প্রতিপাদ্যের আলোকে প্রদর্শনীতে ক্রেতার চাহিদা কিভাবে সহজে বোঝা যায়, কিভাবে তাদের সঙ্গে দর কষাকষির জন্য প্রস্তুত করা যায় এবং সর্বপরি কিভাবে সিমপ্লিসিটি বা সহজতা বাংলাদেশের ডেনিম শিল্পের উন্নয়নের সোপান হতে পারে সে বিষয়গুলো তুলে ধরা হবে। এ বিষয়ে বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপোর মূল উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক ডেনিম সম্প্রদায়ের চাহিদা পূরণ করা। পাশাপাশি দেশের ডেনিম পণ্য সম্পর্কে বিশ্বকে জানানো, নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন এবং ডেনিমের সর্বাধুনিক উদ্ভাবন সম্পর্কে জ্ঞান আহোরণের সুযোগ সৃষ্টি।’ তিনি আরও বলেন, ‘বিশ্ব ডেনিম বাজারে সিমপ্লিসিটি খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। তাই বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের আসরে ডেনিম শিল্পে টেকসই ও ‘ইকোলজি’ তথা পরিবেশবান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয় যতটা সম্ভব সহজবোধ্য করে উপস্থাপনের চেষ্টা করা হবে।’ বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম আসরে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের অংশগ্রহণে তিনটি সেমিনার হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।