শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেস্ট আইডিয়া ইনোভেশান অ্যাওয়ার্ড’অর্জন করেছে কিউর


Published: 2018-10-20 13:41:06 BdST, Updated: 2024-04-20 15:26:38 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ইয়াং ইনোভেটরস সামিট-২০১৮ তে বিশ্বের সেরা ৫০টি প্রজেক্টকে পিছনে ফেলে বাংলাদেশের প্রজেক্ট 'কিউর' 'বেস্ট আইডিয়া ইনোভেশান অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। গত ৮-১১ অক্টোবর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হওয়া এই সামিটের আয়োজক ছিল স্টুডেক ইন্টারন্যাশনাল ও সহযোগিতায় ছিলো জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন (জেসসো)। এই শীর্ষ সম্মেলনের মূল থিম ছিল ‘ডিজাইনিং ইনোভেশন ফর দি বেটার ওয়ার্ল্ড’ অর্থাৎ উন্নততর বিশ্বের জন্য নকশা উদ্ভাবন। 

ইন্টারন্যাশনাল ইয়াং ইনোভোভেটরস সামিট মূলত একটি যুব সম্মেলন যা উদ্ভাবক বিশেষজ্ঞ, লেকচারার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আন্তর্জাতিক স্পিকারের সাথে তরুণ উদ্ভাবকদের  যুক্ত করে। প্রথম বার্ষিক পর্বে  প্রবেশের মাধ্যমে এই সম্মেলনটি পুরো বিশ্ব থেকে ৫০ জন তরুণ উদ্ভাবককে বিশ্বব্যাপী নেটওয়ার্কগুলিতে এবং আন্তর্জাতিক সম্মেলনে অভিজ্ঞতার সাথে একত্রিত করার লক্ষ্যে জাপানের টোকিয়ো তে সামিটটি আয়োজন করে।তাদের লক্ষ্য ভবিষ্যতের উদ্ভাবকদের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান সমৃদ্ধ করা এবং সৃজনশীল সমাধানগুলির সাথে বিশ্ব সমস্যাগুলির সমাধান এবং অংশগ্রহণকারীদেরকে উন্নত বিশ্বের জন্য উদ্ভাবক হিসাবে প্রস্তুত করা।

এই সামিটে পুরো বিশ্ব থেকে দুই দফা নির্বাচনের পর ৫০টি সেরা প্রজেক্ট উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ থেকে ‘কিউর’ নামের একটি প্রজেক্টও নির্বাচিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে 'কিউর' এর দুইজন তরুণ উদ্ভাবক মাহামুদুল হাসান তন্ময় (ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ) এবং রিদওয়ানুল আরেফিন অর্ণব (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্)অংশগ্রহণ করেন। এবং তারা বাংলাদেশের হয়ে জিতে নেয় 'বেস্ট আইডিয়া ইনোভেশান অ্যাওয়ার্ড’।

এ প্রসঙ্গে তন্ময় বলেন, ‘বিশ্বের প্রথম কাতারের দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সত্যিই আমাদের জন্য অনেক গর্বের। আর যখন অন্যান্য দেশের মাঝে বাংলাদেশকে সেরা প্রমাণ করে পতাকা উচু করে দাঁড়াই সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। সহযোগিতা পেলে আশা করি এভাবেই আমরা সাফল্যের নতুন আঙ্গিকে পৌঁছাতে পারব।’

অংশগ্রহণকারী অর্ণব বলেন, ‘জীবনে প্রথমবারের মত বিশ্বের সামনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে যে সেরাদের সেরা বনে যাব তা কল্পনাও করিনি। এইবার বাংলাদেশের নামে যে সুনাম অর্জন করেছি, তাতে আশা করি সামনের দিনগুলোতে বাংলাদেশের পতাকা বুকে দেশকে আরো উজ্জ্বল করতে পারবো।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।