২৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো
Published: 2019-11-24 07:18:46 BdST, Updated: 2025-04-04 05:15:57 BdST
বিজনেস ওয়াচ প্রতিবেদক: ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার। ২৮ নভেম্বর থেকে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথমবারের মতো শুরু হচ্ছে এই এক্সপো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর মাননীয় মেয়র আতিকুল ইসলাম এই আন্তর্জাতিক এক্সপো ও সেমিনার এর উদ্বোধন করবেন। এ প্রদর্শনীতে সরকারী নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশন, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, শিল্প বিশেষজ্ঞ, এনজিও এর, আইসিটি, টেলিযোগাযোগ, অন্যান্য প্রযুক্তি সংস্থা, ভবন নির্মাণ, পরিবহন সংস্থা, নগর অবকাঠামোগত উন্নতিতে জড়িত সংস্থা এই মেগা প্রদর্শনী ও সেমিনারে অংশগ্রহণ করবে। আজ শনিবার ২৩ নভেম্বর রাজধানীর বিজয়নগরে পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে রেডকার্পেট থ্রিসিক্সটিফাইভের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় আয়োজক, রেডকার্পেট থ্রিসিক্সটিফাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইমতিয়াজ বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপো ও সেমিনারে প্রযুক্তি বা অবকাঠামোর পাশাপাশি নগরবাসীর সচেতনতা, দায়িত্বশীলতা ও আধুনিক বাসযোগ্য শহর গড়তে বিভিন্ন বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরী এবং আধুনিক শহর নির্মাণে সম্মিলিত প্রয়াসকে অগ্রাধিকার দিচ্ছে।
এছাড়াও সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন মিস. সুপর্ণা রয়, অ্যাসোসিয়েট ডিরেক্টর-প্রাইস ওয়াটারহাউসকুপারস বাংলাদেশ, আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার কমিউনিকেশন এন্ড রিসার্চ, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশ (এমটব), সাইদ মাহমুদ মুসা, এক্সেকিউটিভ কাউন্সিল মেম্বার-বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং ফাতেমাতুজ জোহরা ডিরেক্টর মার্কেটিং-রেডকার্পেট থ্রিসিক্সটিফাইভ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।