বিজয়ী হলে এসএমই খাতে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নেয়া হবে: আলী জামান
Published: 2017-05-04 05:49:58 BdST, Updated: 2024-09-17 20:36:13 BdST
ফারহান ফারুক: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) সবচেয়ে বেশি প্রয়োজন ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ি ও শিল্পপতিদের। কারণ এ খাতের সাথে যারা জড়িত তারা আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এফবিসিসিআই ছাড়া তাদের কথা বলার আর কোন ভালো যায়গা নেই। যেখান থেকে তাদের বক্তব্য ও সমস্যার কথা সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কাছে পৌঁছাবে। কিন্তু তারাই আজ এফবিসিসিআইতে সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত। তাদের পক্ষে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়না। ব্যবসায়ি ঐক্য ফোরামের প্রার্থীরা বিজয়ী হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা(এসএমই) খাতের সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নেয়া হবে। তাই আগামী ১৪ই মে এফবিসিসিআই’র নির্বাচনে যারা এ খাতের সমস্যা সমাধানে বেশি যোগ্য তাদেরকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ি ঐক্য ফোরামের পরিচালক পদ প্রার্থী ও সাধারনের মাঝে ব্যপক পরিচিত ব্যক্তিত্ব মো. আলী জামান।
তিনি বলেন, আগামী নির্বাচনে কারা পরিচালক হবেন তার মিদ্ধান্ত নেবেন এফবিসিসিআই সাধারণ ভোটাররা। তারাই সিদ্ধান্ত নেবেন যারা বার বার বিভিন্ন উপায়ে সদস্যদের এবং কর্তামহলকে প্রভাবিত করে নির্বাচনী বৈতরনী পার হয় তাদের নির্বাচন করবেন না কি যোগ্য ব্যাক্তিদের ভোট দেবেন। নাকি যারা যোগ্য, দক্ষ এবং বিশেষ করে এফবিসিসিআই সদস্যদের সুখ দূঃখ আর সমস্যা নিয়ে কাজ করে – তাদের পাশে এসে দাড়ায়, তাদেরকে নির্বাচিত করবেন ?
তিনি ভোটারদেও উদ্দেশ্য করে বলেন, একটি কুচক্রী মহল আপনার ভোটাধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে কথিত ১৮জন পরিচালককে আপনার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিল। ব্যবসায়ি ঐক্য ফোরাম সেই কুচক্রি মহলকে সফল হতে দেয়নি। ব্যবসায়ী ঐক্য ফোরাম গঠন করে আমরা পরিচালক পদপ্রার্থী হয়ে আপনার ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লড়াইয়ে উত্তীর্ণ হয়েছি। এখন বাকী দায়িত্ব আপনাদের। আমি ফোরামে এই ১৮ জনের একজন হয়ে এফবিসিসিআই’র নির্বাচনি যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমাদের শক্তি আপনারাই। আপনরা আপনাদের ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।
তিনি আরো বলেন, আমি সারাবছর এফবিসিসিআইতে থেকে আপনাদের স্বার্থে কাজ করি। বাজেট, ভ্যাট-ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ইস্যুর মত সমস্যার সমাধানে সর্বদা আপনাদের পাশে থেকেছি। আশা করি আগামী ১৪ই মে আপনারা সুচিন্তিতভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে ও আমার প্যানেল সাথীদের বিজয়ী করে তুলবেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।