শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইর সংস্কার কর্মসূচী বাস্তাবায়ন করব: আয়েছ খান


Published: 2017-05-09 20:56:02 BdST, Updated: 2024-04-20 02:27:36 BdST

 ফারহান ফারুক: সকলকে সাথে নিয়ে আগামীতে এফবিসিসিআই’র সংস্কার কর্মসূচী বাস্তাবায়ন করব। বর্তমান কমিটি সংস্কারের যে প্রস্তাব দিয়েছে তা সরকারের কাছ থেকে আদায় করার জন্য যা যা করা দরকার এফবিসিসিআই পরিচালনা বোর্ড থেকে তাই করার পদক্ষেপ নেয়া হবে বিজনেস ওয়াচকে জানিয়েছেন এসোসিয়েশন গ্রুপে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ মনোনীত অন্যতম প্রার্থী রোটারিয়ান মোঃ আবুল আয়েছ খান।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীরা হৃদপিন্ডের ভূমিকা পালন করে। নান্দনিক চেতনার আদর্শে উজ্জীবিত হয়ে আপামর জনসাধারণের কর্মসংস্থানের ব্যবস্থা করে জাতিকে আত্মনির্ভরশীল করেছে ব্যবসায়ী সম্প্রদায়। আর তাদেও দাবি সরকার মানবেন না এমনটি হতে পারে না। তিনি নির্বাচিত হলে এফবিসিসিআই’র সংস্কার কর্মসূচীসহ ব্যবসায়ী সম্প্রদায়ের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠায় অবিরাম কাজ করে যাবেন।

আবুল আয়েছ খান এফবিসিসিআই’র গত নির্বাচনে (২০১৫-২০১৭) মেয়াদে যিনি ¯্রােতের প্রতিকুলে থেকেও ভোটাধিকার রক্ষায় কাজ করেছেন । ফলে ব্যবসায়িদের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসায় বিপুল  ভোটে জয়ী হয়েছিলেন তিনি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি বদ্ধ পরিকর আয়েছ খান জানান, প্রতিকূল পরিস্থিতির কারণে শতভাগ সফল হতে না পারলেও পিছ হটেননি  তিনি।

তিনি বিজনেস ওয়াচকে বলেন, ‘আমি চাই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে দেশের অর্থনীতির চালিকা শক্তি ব্যবসায়ী সম্প্রদায় তাদের স্বীয় মর্যাদা ফিরে পাক। আত্মবিশ্বাস ও সাহসী আদর্শে উদ্দিপ্ত ব্যবসায়ী সম্প্রদায় যদি আস্থাশীল ভূমিকা রাখতে পারেন তখনই ব্যবসায়ীদের কল্যাণ হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে সাহস, শান্তি ও স্বস্তি ফিরে আসবে। কল্যাণ হবে জাতির ও  ব্যবসায়ী মহলের । মানুষের কল্যাণ হোক আমার আপনার আদর্শ।

 ব্যবসায়ী  নেতৃবৃন্দের কাছে আবুল আয়েছ খানের আকুল নিবেদন, ‘আমাকে আর একবার সাহস , সমর্থন ও  ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি হিসাবে এফবিসিসিআই’র পরিচালক পদে নির্বাচিত করুন। আমার প্রতিশ্রুতি  যে সততা, নিষ্ঠা এবং শিক্ষা ও   অভিজ্ঞ তার সবটুকু কাজে লাগিয়ে  ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ রক্ষায়  কাজ করব। বিগত দিনের অভিজ্ঞতায় এটুকু বুঝতে সক্ষম হয়েছি যে আপনারা চান ভোটের মাধ্যমে পরিচালকদের সাথে সাথে সভাপতি এবং সহ-সভাপতিদ্বয়ও নির্বাচিত হউক’। তিনি নির্বাচিত হলে শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে সকল পরিচালকদের সাথে নিয়ে ব্যবসায়ীদের ‘সরাসরি  ভোটব্যবস্থা’  বাস্তবায়নের ব্যবস্থা করবেন। এছাড়াও এফবিসিসিআইকে স্বীয় মর্যাদায় অধিষ্ঠিত করার সর্বো”চ চেষ্ঠা করবেন। পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়কে উপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠিত করাই তার অন্যতম প্রধান লক্ষ বলে জানান এই ব্যবসায়ী  নেতা।

তিনি আরো বলেন, ‘আমি চাই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে দেশের অর্থনীতির চালিকা শক্তি ব্যবসায়ী সম্প্রদায় তাদের স্বীয় মর্যাদা ফিরে পাক। আত্মবিশ্বাস ও সাহসী আদর্শে উদ্দিপ্ত ব্যবসায়ী সম্প্রদায় যদি আস্থাশীল ভূমিকা রাখতে পারেন তখনই ব্যবসায়ীদের কল্যাণ হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে সাহস, শান্তি ও স্বস্তি ফিরে আসবে। কল্যাণ হবে জাতির ও  ব্যবসায়ী মহলের । মানুষের কল্যাণ হোক আমার আপনার আদর্শ।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।