বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরাসির ভোটে সভাপিত ও সহসভাপতি নির্বাচনেসালমান এফ রহমান কমিটির ভিত্তিতে চলতি বছরেই প্রয়োজনীয় সংস্কার হবে : মঞ্জুর আহাম্মেদ


Published: 2017-05-13 22:59:01 BdST, Updated: 2024-04-24 12:28:46 BdST

 

ফারহান ফারুক: চলতি বছরের মধ্যেই এফবিসিসিআই বোর্ডে খাত ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সালমান এফ রহমান কমিটির সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে বানিজ্যিক সংগঠণ আইন বিধিমালার প্রয়োজনীয় সংস্কার করা হবে। এছাড়া ৩০ দিনের মধ্যে এফবিসিসিআইর সচিবালয় পুন:গঠন (বাণিজ্য অর্থনৈতিক নীতি: তথ্য ডাটা: বাণিজ্য সম্প্রসারণসহযোগীতা সহায়ক ডেস্কঅফিস, মানব সম্পদ লজিস্ট্রিক ম্যানেজম্যান: সদস্যপদ, নির্বাচন সালিশ) করার মাধ্যমে সচ্ছতা নিশ্চিত করা হবে। যাতে যেকোন কর্মকান্ডের উন্নয়নে সাধারন সদস্যদেরকে সহযোগীতা করা যায়। পাশাপাশি এফবিসিসিআই এর কর্মকান্ড নিয়ে আলোচনা করতে  প্রতি চার মাস অন্তর এর সাধারণ পরিষদ সদস্যদেরকে নিয়ে সাধারন সভার আয়োজন এবং সংশ্লিস্ট এসোসিয়েশনের জাতীয়, আঞ্চলিক আন্তর্জাতিক পর্যায়ে স্বার্থ তুলে ধরার জন্য সহযোগী পরামর্শক হিসাবে কাজ করা বলে ঘোষণা দেন ব্যবসায়ি ঐক্য ফোরাম থেকে এফবিসিসিআই পরিচালক প্রার্থী মঞ্জুর আহাম্মেদ।

ব্যবসা বাণিজ্যে দেশ আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত মুখ মঞ্জুর আহাম্মেদ   স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে মুজিব বাহিনীর হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন একাত্তরের রনাঙ্গনে। তার পরপরই যুদ্ধ বিধ্ব¯’ দেশ পূর্ণগঠনে কাজ শুরু করেন এই মুক্তিযোদ্ধা। ব্যবসা বাণিজ্যের জন্য উন্নয়ন কার্যক্রম পরিচলনা করে আসছেন বাংলাদেশের জন্মলগ্ন থেকেই।

এফবিসিসিআই এর আসন্ন  নির্বাচনে এসোসিয়েশন গ্রুপের পরিচালক পদ-প্রার্থী মঞ্জুর আহাম্মেদ ওয়াল্ড কাস্টম অর্গানাইজেশন (wco) ওয়াল্ড ইন্টেলেকচুয়েল প্রপার্টি অর্গানাইজেশন (wipo) হতে প্রাপ্ত বিশেষ উৎকর্ষতা সনদপত্র অর্জনকারী ব্যক্তিত্ব।

 তাঁর সুদীর্ঘ কর্মজীবনে বানিজ্য উন্নয়ন বিষয়ক কর্মকান্ড সমূহের অন্যতম হলো: ১৯৭৩ সালে এফবিসিসিআই প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন, ব্যবস্থাপনা সংগঠিত করা; বাংলাদেশের প্রথম বানিজ্য মন্ত্রী মরহুম জনাব এএইচএম কামরুজ্জামান এর সভাপতিত্ত্বে ১৯৭৩ সালে পূর্বানী হোটেলে বাণিজ্য মন্ত্রনালয়ের প্রথম পরামর্শ বিষয়ক কমিটির সভা আয়োজন অংশগ্রহন করেন তিনি। এছাড়া মঞ্জুর আহাম্মেদ বাংলাদেশ ইলেট্রিক্যাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি অত্র প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ১৯৭২ সন থেকে ২০০৬ সাল পর্যন্ত বার পরিচালক ছিলেন। এছাড়াও তিনি ১৯৯৯-২০০০ এবং ২০০৪-২০০৫ সালে ডিসিসিআইয়ের পরিচালক এবং ১৯৯০-১৯৯২ সেশনে  এফবিসিসিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

তিনি বিজনেস ওয়াচকে আরো বলেন, তিনি পরিচালক নির্বাচিত হলে এফবিসিসিআই এর সংঘবিধির অনুচ্ছেদ-১২ () অনুযায়ি সাধারণ পরিষদ সদস্যগনের পূর্বানুমোদন ক্রমে এফবিসিসিআই এর আরবিট্রেশন ট্রাইবুনাল গঠন করা, এফবিসিসিআই এর সংঘবিধির অনুচ্ছেদ-১২ () মোতাবেক এফবিসিসিআইকে আইসিসি প্যারিস এর অধিভূক্ত বাংলাদেশের আইসিসি জাতীয় কাউন্সিল হিসাবে প্রতিষ্ঠিত করা এবং ২০১২ সালের ভ্যাট আইন পুন সংস্কারের উদ্যোগ নিবেন। এছাড়া এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের ২য় সভায় এফবিসিসিআই এর স্থায়ী কমিটিগুলি গঠন, এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ কতৃর্ক জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এফবিসিসিআই এর মনোনিত স্থায়ী প্রতিনিধি পূর্ণবিবেচনা করে ৯০ দিনের মধ্যে জাতীয়, আন্তর্জাতিক আঞ্চলিক সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত দক্ষ জ্ঞানী ব্যাক্তিকে নুতন প্রতিনিধি মনোনয়ন করে এফবিসিসিআই এর সাধারন সদস্যগণকে অবহিত করণ, ৯০ দিনের মধ্যে এফবিসিসিআই ব্যবসায়িদের বানিজ্য শিল্প ক্ষেত্রে উদ্ভুত সমস্যাবলী নিরসণের জন্য পরামর্শ সেবা কেন্দ্র প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ নেয়া হবে।

উল্লেখ্য, মঞ্জর আহাম্মেদের শুল্ক, কর, ডাব্লিউটিও, ট্রেড ফেসিলিটেশন, বানিজ্য পরিবেশ, ইউএস  জিএসপি, এসডিজি ২০৩০, আঞ্চলিক দ্বিপাক্ষিক বানিজ্য চুক্তি, আঞ্চলিক আভ্যান্তরীন জ্বালানী বিষয়সমূহ, মেধাসত্ত, ট্রানজিট, জাতীয় মান ব্যবস্থাপনা পদ্ধতি, এসএমই উন্নয়ন কৌশল ইত্যাদি বিষয়ক  ৭৫০ টিরও বেশি পরিপত্র প্রকাশিত হয়েছে।

নির্বাচিত হলে নিবেদীত সংগঠক হিসাবে এফবিসিসিআইকে আরো প্রতিনিধিত্ত্বকারী সুদক্ষ প্রতিষ্ঠান হিসাবে পূর্ণগঠনের লক্ষে সর্বাতœ উদ্যোগ গ্রহণ করার আহবান জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।