শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ থেকে এখানেই ডটকম বন্ধ হচ্ছে


Published: 2017-05-17 22:47:20 BdST, Updated: 2024-04-26 11:25:08 BdST

বিওয়াচ প্রতিবেদক: শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন (ক্লাসিফায়েড) বাজারের টালমাটাল দশায় মুনাফা ঝুঁকিতে পড়ায় বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট নরওয়েজিয়ান প্রতিষ্ঠান টেলিনরের ‘এখানেই ডটকম’ (www.ekhanei.com)। একই পথে এগোচ্ছে সুইডেনভিত্তিক সল্টসাইড’র প্রতিষ্ঠান বিক্রয় ডটকম (Bikroy.com)! বুধবার থেকে এখানেই ডটকম-এ আর ‘হরদম বেচাকেনা’ করা যাবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির মাত্র একদিনের ব্যবধানে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। জানা যায়, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বাজারের সার্বিক অবস্থা, ভবিষ্যত সম্ভাব্যতা ও মুনাফা ঝুঁকির কারণে হঠাৎই বাংলাদেশে কার্যক্রম বন্ধ করছে এখানেই ডটকম।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।