হোয়াটসঅ্যাপের গোপন ফিচার...
Published: 2017-07-24 17:19:21 BdST, Updated: 2024-10-12 16:21:33 BdST
বিজনেস ওয়াচ ডেক্স: ফেসবুক অধিকৃত মেসেজিং ও ভিডিও কলিং সেবা হোয়াটসঅ্যাপ শতকোটি গ্রাহকের সুবিধার্থে নিত্যনতুন ফিচার যোগ করেই চলেছে। অ্যাপটিতে বেশকিছু গোপন ফিচার রয়েছে। নতুন ব্যবহারকারীদের অনেকেই সেবাটির এসব গোপন ফিচার সম্পর্কে জানেন না। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ১২টি গোপন ফিচার নিয়ে আয়োজনের আজ শেষ পর্ব—
মিউট কনভারসেশন
মুভি বা মিটিংয়ের সময় হোয়াটসঅ্যাপ মিউট ফিচার ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে কোনো গ্রুপ আলোচনা মিউট করে রাখা সম্ভব। এজন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চ্যাট বারের ওপর চাপ দিয়ে ধরতে হবে। ডিসপ্লের ওপর ক্রস চিহ্নিত স্পিকার প্রদর্শিত হলে তার ওপর ক্লিক করে মিউট করা যাবে। আইওএস ডিভাইস ব্যবহারকারীদের চ্যাট বার খুলতে হবে এবং কনট্যাক্ট বা গ্রুপ নামের ওপর চাপ দিয়ে ধরলে ডিসপ্লের ওপর মিউট অপশন দেখানো হবে।
স্ট্যাটাস গোপন করা
সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে এসেছেন বা অনলাইন হয়েছেন, তা গোপন করা যাবে। সেটিংস অপশন থেকে অ্যাকাউন্ট ও প্রাইভেসি হয়ে লাস্ট সিন অপশনে যেতে হবে। সেখানে তিনটি ভিন্ন অপশন পাওয়া যাবে। এগুলো হলো— এভরিওয়ান, মাই কনট্যাক্ট ও নোবডি। আপনি কখন অনলাইনে এসেছেন, তা সবার কাছে গোপন রাখতে চাইলে নোবডি সিলেক্ট করুন।
ডিফল্ট ফটো বা ভিডিও সংরক্ষণ বন্ধ করা
বন্ধু তালিকার কেউ ছবি বা ভিডিও পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে সংরক্ষিত হয়। ব্যবহারকারী চাইলে ডিফল্ট ফটো বা ভিডিও সংরক্ষণ বন্ধ করতে পারবেন। আইফোনে সেটিংস অপশন থেকে চ্যাট ফিচারে গিয়ে সেভ ইনকামিং মিডিয়া ফিচার বন্ধ করতে হবে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ ফিচার নেই।
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার
মোবাইল ডিভাইসের পাশাপাশি ডেস্কটপেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। মোবাইল অ্যাপের হোয়াটসঅ্যাপ ওয়েব সিস্টেম চালু করে নিতে হবে। অথবা কম্পিউটার থেকে ওয়েব.হোয়াটসঅ্যাপ.কম ভিজিট করে পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনা পাওয়া যাবে।
কাস্টম নোটিফিকেশন
হোয়াটসঅ্যাপে ইনকামিং মেসেজের জন্য ভিন্ন ভিন্ন অ্যালার্ট চালু করা যাবে। অর্থাত্ সবার মেসেজের ক্ষেত্রে একই ধরনের অ্যালার্ট অনেক সময় বিরক্তিকর মনে হতে পারে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ভিউ কনট্যাক্ট অপশন থেকে কাস্টম নোটিফিকেশন চালু করে নিতে পারবেন এবং আইফোন ব্যবহারকারীরা কনট্যাক্ট নামের ওপর ক্লিক করে পছন্দমতো অ্যালার্ট চালু করে নিতে পারবেন।
বার্তা সম্পর্কে বিস্তারিত
হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো বার্তা কাঙ্ক্ষিত ব্যক্তি দেখেছে কিনা, তা জানা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বার্তার ওপর চাপ দিয়ে ধরলে ডিসপ্লের উপরের দিকে ইনফো অপশন প্রদর্শিত হবে। সেখান থেকে পাঠানো বার্তা প্রাপক দেখেছেন কিনা, তা জানা যাবে। আইফোন ব্যবহারকারীরা বার্তা খুলে সোয়াইপ করে এটি দেখতে পারবেন।
সূত্র: বণিক বার্তা
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।