শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১ লাখ ৬৭ হাজার ৮৫৩ জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন সম্পন্ন


Published: 2017-02-24 01:22:15 BdST, Updated: 2024-04-26 01:01:54 BdST

নিজস্ব প্রতিবেদক: চরম ভোগান্তির মাধ্যমে অবশেষে বেসরকারী হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সি’র দেড়শ’ হজ কোটায় গত তিন দিনে ১ লাখ ৬৭ হাজার ৮শ’ ৫৩ জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে গত বছরের প্রাক-নিবন্ধিত ৩৭ হাজার ৪শ’ ৯৪ জনসহ চলতি বছর ১ লাখ ১৭ হাজার ১শ’ ৫৮ জন হজযাত্রী (গাইডসহ) হজ পালন করতে পারবেন। বাকি ৫০ হাজার ৬শ’ ৫৫ জন নিবন্ধিত অপেক্ষমাণ হজযাত্রী আগামী বছর (২০১৮) অগ্রাধিকার ভিত্তিতে হজ পালনের সুযোগ পাবেন। এক হাজার ৭৪টি বৈধ হজ এজেন্সি ২৫টি বাণিজ্যিক ব্যাংকের ৩ হাজার ২শ’ ৯টি শাখায় ৫ হাজার ৬শ’ ২৭টি ইউজারের মাধ্যমে প্রাক-নিবন্ধন সম্পন্ন করে। হজ এজেন্সি’র প্রতিনিধিরা অভিযোগ করেছেন, রাজধানীর অধিকাংশ ব্যাংকে হজযাত্রীর ভেরিফাই করতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে।


কোনো কোনো ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা দিনভর চেষ্টা করেও ভেরিফিকেশন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন। হজ অফিসের কল সেন্টারে শত শত ফোন করে বিভিন্ন ধরনের তথ্য মিলেছে। কখনও বলা হয়েছে, দেড়শ’ জনের কোটা পূর্ণ হলে ভেরিফাই করা সম্ভব হবে। কখনও বলা হয়েছে চেষ্টা করতে থাকেন, পারবেন। অনেক ব্যাংকে কোটা পূর্ণ হবার পর অতি অল্প সময়ের মধ্যেই ভেরিফিকেবশন করা সম্ভব হয়েছে। তবে এসব হজ এজেন্সির হজযাত্রীরা কোটার বাইরে থাকায় তাদের এবার হজে যাওয়া সম্ভব হবে না। কুমিল্লা’র একটি ব্যাংকে মাত্র এক ঘণ্টায় প্রায় আড়াই হাজার হজযাত্রীর ভেরিফাই সম্পন্ন হয়েছে।

এতে অনেকেই নানা প্রশ্ন তুলছেন। হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের ভাউচার ভেরিফাই করতে ঘণ্টার পর ঘণ্টা বিলম্ব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে হাবের সভাপতি মোঃ ইব্রাহিম বাহার প্রাক-নিবন্ধনে আইটি বিভাগের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ তুলেছেন। হাব সভাপতি ইনকিলাবকে বলেন, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আইটি’র সার্ভার বিপর্যয়ের কারণে অধিকাংশ ব্যাংকে ফেরিফাই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। এতে হজ এজেন্সি’র মালিকরা শত শত হজযাত্রীর টাকা ব্যাংকে জমা দিতে পারেনি। হজযাত্রী প্রাক-নিবন্ধন কার্যক্রমে চরম বিশৃঙ্খলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হাবের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বিকেলে হাবের সভাপতি ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ আব্দুল্লা’র নেতৃত্বে হাব নেতৃবৃন্দ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাথে তার বাসা দেখা করে প্রাক-নিবন্ধনের বিশৃঙ্খলার অভিযোগ উত্থাপন করেন।

ধর্মমন্ত্রণালয়ের নিয়োগকৃত আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটিডের সিইও ও সাবেক অতিরিক্ত সচিব এবং সাবেক পরিচালক হজ বজলুল হক বিশ্বাস গতকাল হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে হাবের সাইবার ক্রাইমের অভিযোগকে অর্থহীন সংলাপ বলে উল্লেখ করে বলেন, একটি দ্রæতগামী চলন্ত ট্রেনে যেমন কোনো যাত্রীর প্রবেশ করা সম্ভব নয়, তেমনি প্রাক-নিবন্ধন কার্যক্রমের চলমান প্রক্রিয়ায় অনিয়ম সম্ভব নয়। প্রাক-নিবন্ধনে হাবের অভিযোগ ভিত্তিহীন বলে সাবেক পরিচালক হজ দাবি করেন। এদিকে, বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-নাসের এক বিবৃতিতে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্ম সচিব মোঃ আব্দুল জলিলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি এবার প্রত্যেক হজ এজেন্সিকে দেড়শ’ হজ কোটা নির্ধারণ করায় সকল এজেন্সি হজ কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে।

হজ কোটা নিয়ে অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-নাসের দেড়শ’ কোটা বহাল রাখার অনুরোধ জানিয়েছেন। গতকাল দুপুরে আটাবের সাধারণ সম্পাদক আসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাথে তার দপ্তরে এক বৈঠক করে হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে গত ১৮ ফেব্রæয়ারী জারিকৃত স্মারক নং ৩২৭-এর আলোকে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানান। প্রতিনিধি দলে আরো ছিলেন, আটাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফ, রুহুল আমিন মিন্টু ও আব্দুল হামিদ। আল-কুতুব হজ ট্রাভেলস (৬৭১)-এর স্বত্বাধিকারী মাওলানা মোঃ কুতুব উদ্দিন জানান, গুলশান-২-এর একটি ব্যাংকের অর্থব কর্মকর্তারা গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ১৫/২০টি হজ এজেন্সি’র মাত্র ৭/৮টি করে হজের টাকা জমা করতে পেরেছে। আল ফালাহ ট্রাভেলস লিঃ, ন্যামস ট্রাভেরস এন্ড ট্যুরস, ক্যাপলন ট্রাভেলস, সাকসেক ট্রাভেলস, লাকী ট্রাভেলস, ইসলামিয়া ওভারসীজ, ফাতেহা ট্রাভেলস, বারাকাত ট্রাভেলস, দ্বীন ট্রাভেলস তাদের দেড়শ’ হজযাত্রীর কোটার ৫% টাকাও জমা দিতে পারেনি।

বার বার অনুরোধ করার পরেও ঐ ব্যাংকের কর্মকর্তারা হজ এজেন্সিগুলোকে অন্য ব্যাংকের সহায়তা নিতে দেয়নি। হজ এজেন্সি এ্যাসুরেন্স এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী আলহাজ শহিদুল্লাহ মাস্টার রাতে ইনকিলাবের সাথে আলাপকালে প্রাক-নিবন্ধন সম্পন্ন হওয়ায় ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই আমরা দেড়শ’ কোটায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছি। চলতি বছরের প্রাক-নিবন্ধিত দেড়শ’ কোটা কারো কথায় কমিয়ে দেয়ার চেষ্টা করা হলে আইনের আশ্রয় নিবেন বলেও আলহাজ শহিদুল্লাহ মাস্টার উল্লেখ করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।