বিজনেস ওয়াচ প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে ডোমেস্টিক ট্যুরিজমকে প্রমোট করতে হবে। বুধবার (২৬ জুলাই) সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেনন বলেন, প্রত্যেক জেলার একটি বিশেষ বৈশিষ্ট, পরিচিতি ও সম্ভাবনা রয়েছে একে ব্র্যান্ডিং করে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহী করতে হবে যাতে করে তারা সেখানে ভ্রমণ করতে যায়। ডোমেস্টিক ট্যুরিজম বিকশিত হলে বিদেশি পর্যটক আকর্ষণের ভিত সৃষ্টি হবে।
তিনি বলেন, জেলা প্রশাসকগণ সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে, তাই সময়ের পরিবর্তিত চাহিদানুসারে জন আকাঙ্খা, কল্যাণ ও সরকারের নির্দেশনার আলোকে সৃজনশীল চিন্তা, সততা এবং দক্ষতার সাথে মাঠ পর্যায়ে প্রশাসন পরিচালনা করতে হবে যাতে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত হয়।
মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, খাদ্য সচিব মোহাম্মদ কায়কোবাদ হোসেন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান প্রমুখ।