সোমবার, ৪ নভেম্বার, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

গ্রামীণফোন স্টার গ্রাহকদের বিশেষ ছাড় দিলো ইউএস বাংলা এয়ারলাইন্স


Published: 2017-07-25 19:11:30 BdST, Updated: 2024-11-04 00:32:34 BdST

বিজনেস ওয়াচ প্আরতিবেদক: আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানরুটে স্টার গ্রাহকদের বিশেষ ডিসকাউন্ট সুবিধা দিতে ইউএস বাংলা এয়ারলাইনসের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন লিমিটেড।

সোমবার(২৪ জুলাই) অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ প্রমোশনের অধীনে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা আন্তর্জাতিক গন্তব্যে (সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কলকাতা, কাঠমান্ডু ও মাস্কট) ওয়ান ওয়ে অথবা রিটার্ন টিকেট উভয় ক্ষেত্রেই ভাড়ার ওপরে বিজনেস ক্লাসে ১২ শতাংশ এবং ইকোনোমি ক্লাসে ১০ শতাংশের বিশেষ ছাড় পাবেন।

স্টার গ্রাহকরা আগামী ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত এ ছাড় উপভোগ করতে পারবেন।

এছাড়া স্টার গ্রাহকরা ব্যাংকক যাওয়ার ক্ষেত্রে বিজনেস ও ইকোনোমি উভয় ক্লাসেই ১২ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুযোগ থাকবে এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।

আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ রুটের (ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, সৈয়দপুর ও বরিশাল) ক্ষেত্রে আগামী ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত ভাড়ার ওপরে ১০ শতাংশ ছাড় পাবেন তারা।

জিপি হাউজে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট ডিপার্টমেন্ট সৌরভ প্রকাশ খারে এবং ইউএস বাংলার ডেপুটি ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং সোহাইল মজিদ।

গ্রাহকরা ইউএস বাংলা এয়ারলাইনসের ১৭টি সেলস অফিস থেকে এ অফার উপভোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।