শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘ প্রতিক্ষার পর সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাই দুবাই’র প্রথম আন্তজাতিক ফ্লাইট


Published: 2017-03-16 06:47:00 BdST, Updated: 2024-04-19 23:11:46 BdST

বিওয়াচ ডেক্স: সিলেটবাসীর দীর্ঘ প্রতিক্ষার পর ১৪০ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাই দুবাই’র প্রথম আন্তজাতিক ফ্লাইট । বুধবার বিকেল সোয়া ৩টায় rrtবিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে উড়োজাহাজটি। এসময় প্রথম সরাসরি ফ্লাইটে সিলেটে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিমানবন্দরের অবতরণের পরেই ঐতিহ্যগত কায়দায় জল ছিটিয়ে বরণ করা হয় উড়োজাহাজটিকে।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাই দুবাইর ফ্লাইটটি বেলা ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে যাত্রা শুরু করে বিকেল সোয়া তিনটায় সিলেট এসে পৌঁছায়। আজ ১৪০ জন যাত্রী সিলেট আসছেন। এই বিমানের ১৭৪ টি আসনের মধ্যে বিজনেস ক্লাসের ১২ এবং ইকোনমি ক্লাসের ১৬৫টি আসন রয়েছে। বেলা ৫টা ৪০ মিনিটে বিমানটি ফিরতি ফ্লাইট হিসাবে ১৬৯ জন যাত্রী নিয়ে দুবাইয়ে উদ্দেশ্যে সিলেট ছেড়ে যাবে। এর মাধ্যমে দীর্ঘদিন পর ওসমানী বিমাবন্দর থেকে সরাসরি ফ্লাইট চলাচলের পথ সুগম হচ্ছে।

এদিকে, সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু উপলক্ষে বিমানবন্দর লাউঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. ফজলে আকবর, উপব্যাবস্থাপনা পরিচালক সালমান হাবিব, ফ্লাই দুবাই’র বাংলাদেশস্থ জিএসএ স্কাই এভিয়েশন সার্ভিসের চেয়ারম্যান সাইফুল হক, ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল রেজা চৌধুরী, রিজেন্ট এয়াওয়েজের সাবেক সিওও আশীষ রায় চেৌধুরী, এভিয়েশন সাংবাদিক আবুল আজাদ সোলায়মান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

এর আগে ২০১৫ সালের ১ মে সিলেট থেকে ফ্লাই দুবাইয়ের একটি আন্তর্জাতিক ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবরতণ করলেও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতার কারণে ওইদিনের পর আর কোন ফ্লাইট অপারেট করতে পারেনি। তবে, এবার রিজেন্ট এয়ারওয়েজের সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তির ফলে তাদের ফ্লাইট অব্যাহত থাকবে বলে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন।hh

ফ্লাই দুবাইয়ের সিলেট স্টেশন ম্যানেজার মাসুম মিয়া বলেন, এর মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১৮ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রায় ১৮ বছর পর এখান থেকে বিদেশী কোন বিমান সরাসরি ফ্লাইট চালু করছে। এর আগে আরেক দফা ফ্লাই দুবাইয়ের আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও একদিন পরই তা বন্ধ হয়ে যায়।

২০১৫ সালের ১ মে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাই। কিন্তু গ্রাউন্ড সার্ভিস না পাওয়ায় এরপর আর ফ্লাইট চালু করা সম্ভব হয়নি। তবে এবার রিজেন্ট এয়ারওয়েজের সঙ্গে আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চুক্তি হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ফ্লাইট অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রথম ৩ মাস সপ্তাহে পাঁচদিন দুবাই, কাতার, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালিত হবে। তিন মাস পর সপ্তাহে সাত দিনই ফ্লাইট থাকবে। বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাই দুবাই ছাড়াও, এয়ার এরাবিয়া, জেট এয়ারসহ কয়েকটি বিদেশী কোম্পানি সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু করেছে। ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সরাসরি একটি ফ্লাইট চালু চলেও ২০১৪ সালে কুয়াশার অজুহাত দেখিয়ে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। প্রবাসীদের দাবির মুখে ২০১৫ সালে প্রায় ৯১ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরে স্থাপিত হয় রিফুয়েলিং স্টেশন। গত বছর থেকে এই রিফুয়েলিং স্টেশন চালু হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় এই স্টেশনের জ্বালানি বিক্রি হচ্ছে না। ফলে চালুর পর থেকেই লোকসানে আছে রিফুয়েলিং স্টেশন।

বিমানবন্দর ব্যবস্থাপক জানান, বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালীকরণের মাধ্যমে ওয়াইড বডি বোয়িং ৭৭৭ মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য ৪৫২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে আরও বিদেশী উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে।
সিলেট বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার ফ্লাইট চালু হওয়াকে নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, এর মধ্য দিয়ে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সিলেটের যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এই বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য দ্রুতগতিতে কাজ চলছে। এ কাজ তা সম্পন্ন হয়ে গেলে এখানে আরও বিদেশি উড়োজাহাজ আসবে।

fly dubai2এর আগে ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়। এর ১৮ বছরের বেশি সময় পর এ বিমানবন্দর থেকে কোনো বিদেশি উড়োজাহাজ সরাসরি অন্য দেশের উদ্দেশ্যে যাত্রা করল। এর আগে ২০১৫ সালের ১ মে ওই বিমানবন্দর থেকে দুবাইয়ের আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও পরদিনই তা বন্ধ হয়ে যায়।

তবে এবার বন্ধ হওয়ার কোনো শঙ্কা নেই জানিয়ে ফ্লাই দুবাইয়ের সিলেটের স্টেশন ম্যানেজার মাসুম মিয়া বলেন, ২০১৫ সালের ১ মে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাই। কিন্তু গ্রাউন্ড সার্ভিস না পাওয়ায় ওই দিনের পর সেখান থেকে ফ্লাইট চালু রাখা সম্ভব হয়নি। তবে এবার রিজেন্ট এয়ারওয়েজের সঙ্গে আমাদের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তি হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ফ্লাইট অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রথম ৩ মাস ওসমানী বিমানবন্দর থেকে সপ্তাহে পাঁচদিন দুবাই, কাতার ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালিত হবে। ৩ মাস পর সপ্তাহে সাতদিনই ফ্লাইট থাকবে।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ২০১৫ সালে ফ্লাই দুবাই এর ফ্লাইট চালু করলেও গ্রাউন্ড হ্যান্ডেলিং সংক্রান্ত জটিলতার কারণে তা বন্ধ করে দিতে তারা বাধ্য হয়। এবার সব জটিলতার অবসান ঘটিয়ে তারা ফ্লাইটটি চালু করছে।

তিনি জানান, ওসমানী বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালীকরণের মাধ্যমে ওয়াইড বডি বোয়িং ৭৭৭ মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য ৪৫২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে আরও বিদেশি উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, কেবল ফ্লাই দুবাই নয়; এয়ার এরাবিয়া, জেট এয়ারসহ কয়েকটি বিদেশি কোম্পানি সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর প্রক্রিয়া চালাচ্ছে।

প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে প্রায় ৯১ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন স্থাপিত হয়। ২০১৬ সাল থেকে রিফুয়েলিং স্টেশনটিও চালু করা হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় স্টেশনের জ্বালানি বিক্রি হচ্ছে না। ফলে চালুর পর থেকেই লোকসানে আছে ওসমানীর রিফুয়েলিং স্টেশন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।