বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলতি বছরে ১২ সচিব অবসরেজনপ্রশাসন কোন পথে


Published: 2022-07-19 05:52:35 BdST, Updated: 2024-04-18 12:36:38 BdST

কুদরাত-ই-খোদা: এই মুহূর্তে প্রশ্ন হলো, জনপ্রশাসনের সক্ষমতা কতটুকু? বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হতে হলে, যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তার জন্য সিভিল সার্ভিস কতটুকু প্রস্তুত?  সম্প্রতি পরিকল্পনা প্রতিমন্ত্রী, আমলাদের দক্ষতা নয়ে প্রশ্ন তুলেছেন । বাংলাদেশ যত নিম্ন মধ্যম আয় থেকে মধ্যম আয় এবং মধ্যম আয় থেকে উচ্চ আয়ের দেশের দিকে এগিয়ে যাবে, ততই সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক নানান চ্যালেঞ্জের সম্মুখীন হবে । বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে আমাদের সম্পর্কের মাত্রা ও ধরণেরও পরিবর্তন আসবে । নানান মেরুকরণের মধ্যে পরবে দেশ । আন্তর্জাতিক চুক্তি থেকে শুরু করে দেশের অর্থনীতিরও ব্যাপক পরিবর্তন আসবে সামনের দিনগুলোতে । আর তাই দক্ষ জনপ্রশাসনের কোনো বিকল্প নেই । তবে জনপ্রশাসন বিষয়ে বিশেষজ্ঞ একজন প্রাক্তন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আসলে জনপ্রশাসন বলে এখন আর কিছু নেই । অনেকটাই রাজনীতিকরণের কারণে প্রশাসন আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে । খোদ সচিবালয় কেন্দ্রিক প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে । তবে তরুণ যেসব কর্মকর্তারা সচিব পদে পদ্দোন্নতি পেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আছেন, তাদের দক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা রয়েছে অনেকেরই ।

এদিকে চলতি বছর প্রায় অধিকাংশ সিনিয়র আমলারাই বিদায় নিচ্ছেন অর্থাৎ অবসরে যাচ্ছেন । মেধা ও দক্ষতার শূন্যতা সৃষ্টি হবে কি? আমাদের সুনির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যানিং না থাকায়  হোচট খাবো নিশ্চয়ই । এ বছর ডিসেম্বর পর্যন্ত যে সব সচিবরা অবসরে যাবেন তারা হলেন, পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, এক্সিকিউটিভ চেয়ারম্যান, ন্যাশনাল স্কিল ডেভেলওপমেন্ট অথোরিটি দুলাল কৃষ্ণ সাহা (সচিব), রাষ্ট্রদূত (সচিব) ফজলুল বারী, ফীশারিজ এন্ড লাইভস্টক সচিব ড, মোহাম্মদ ইয়ামীন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসাইন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে,এম, আলী আজম, ভূমি প্রশাসন বোর্ডের চেয়ারম্যান ড, অমিতাভ সরকার, পিইটিসির রেক্টর (সচিব) রামেন্দ্র নাথ বিশ্বাস, ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান, কৃষি সচিব মোঃ সাইদুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন সচিব, মোঃ মোকাম্মেল হোসাইন, পরিকল্পনা বিভাগের সচিব মোঃ মামুন উর রশিদ ।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।