শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে একাউন্ট হ্যাক করে ২১৪ কোটি টাকা চুরি


Published: 2018-10-13 18:21:42 BdST, Updated: 2024-04-20 14:38:39 BdST

বিজনেস ওয়াচ  ডেক্স: ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে একটি ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ১৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৪ কোটি ৭০ লাখ টাকা) হাতিয়ে নিয়েছে সাইবার দুর্বত্তরা। ব্যাংক অফ মরিশাসের মুম্বাই শাখায় এ ঘটনা ঘটেছে। খবর ইকোনোমিক টাইমস ও এনডিটিভির। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, তারা চুরি যাওয়া টাকার প্রায় ৯০ শতাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আরও কিছু টাকা উদ্ধারের আশা রয়েছে। অন্যদিকে বীমা কোম্পানি থেকে পাওয়া যাবে ক্ষতিপূরণ। ফলে এ ঘটনায় ব্যাংক গ্রাহকের  তেমন কোনো ক্ষতি হবে না। স্বাভাবিক নিয়মে ব্যাংকটির কার্যক্রম চলবে। স্টেট ব্যাংক অব মরিশাসের (এসবিএম) অ্যাকাউন্ট হ্যাক ও টাকা লুট হওয়ার ঘটনাটি প্রকাশ পায় এ মাসের গোড়ার দিকে । গত ২ অক্টোবর এসবিএম কর্তৃপক্ষ এক বিবৃতিতে মুম্বাইয়ে অবস্থিত এসবিএমের নরম্যান পয়েন্ট শাখায় হ্যাকিংয়ের মাধ্যমে ১ কোটি ৪০ লাখ ডলার খোয়া যাওয়ার কথা জানায়। গত ৫ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষ মুম্বাই পুলিশের ইকোনোমিক অফেন্স উইং এ (ইওডব্লিউ) বিষয়টি জানিয়ে একটি মামলা দায়ের করে। এ মামলায় অবশ্য ১৪৭ কোটি রুপি খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়। আর গতকাল শুক্রবার ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে ১৯০ কোটি রুপ খোওয়া যাওয়া এবং তার ৯০ শতাংশ উদ্ধার করতে পারার কথা উল্লেখ করে। এনডিটিভির খবর অনুসারে, হ্যাকাররা এসবিএমের নরম্যান পয়েন্ট শাখা থেকে আলোচিত অর্থ যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক, লন্ডন ও প্যারিসের একটি ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করে। এর মধ্যে ২৯ কোটি রুপি তারা উঠিয়েও নেয়। ইওডব্লিউ এবং সাইবার বিশেষজ্ঞেরা এসবিএমে হ্যাকিং ও চুরির বিষয়টি তদন্ত করে দেখছে। ব্যাংক অব মরিশাস হচ্ছে উত্তর আফ্রিকার দেশ মরিশাসের একটি বাণিজ্যিক ব্যাংক। ভারতে মুম্বাই ছাড়াও চেন্নাই, হায়দরাবাদ ও অন্ধ্র প্রদেশের রামচন্দ্রপুরামে মরিশাস কেন্দ্রীয় ব্যাংকের শাখা রয়েছে। এসবিএমে হ্যাকিং এর ঘটনাটি গত কয়েক মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে সংঘটিত দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৯ আগস্ট ও ১১ আগস্ট পৃথক দুটি সাইবার হামলায় পুনে শাখা থেকে কসমস ব্যাংক প্রাইভেট লিমিটেডের মোট ৯৪ কোটি রুপি হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এসবিএমে হ্যাকিং এর ঘটনায় ভারতে ব্যাংকিং খাতে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।