বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগাম কর ধাপে ধাপে প্রত্যাহার চায় এফবিসিসিআই


Published: 2023-04-13 21:23:11 BdST, Updated: 2024-04-18 21:00:11 BdST


নিজস্ব প্রতিবেদক : পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে ৩ শতাংশ আগাম কর ধাপে ধাপে প্রত্যাহারেরর প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আগাম করের ফলে শিল্প উৎপাদন খরচ বৃদ্ধি পায় বলেও জানিয়েছে এফবিসিসিআই। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন আগাম কর প্রত্যাহারের এ প্রস্তাব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সভায় নির্ধারিত সীমার অতিরিক্ত টার্নওভারকারি একক বা সম্পর্কিত এন্টারপ্রাইজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে এলটিইউ তালিকাভুক্ত করা এবং বর্তমানে কার্যকর করদাতা ইউনিটের (লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট) পাশাপাশি ঢাকা এবং চট্টগ্রামে আরও একটি করে এলটিইউ স্থাপন করার প্রস্তাব করে এফবিসিসিআই।

এফবিসিসিআই সভাপতি বলেন, অধিক সংখ্যক ভ্যাট নিবন্ধন এবং রিটার্ন দাখিলের জন্য বরিশাল ও ময়মনসিংহ বিভাগে পৃথক ভ্যাট কমিশনারেট স্থাপন করার প্রস্তাব করছি। উপজেলা পর্যন্ত ভ্যাট অফিসের কার্যক্রম সম্প্রসারিত করে সক্ষম ভ্যাট প্রদানকারীদের ভ্যাট নেটের আওতায় অনার জন্যও প্রস্তাব করছি। তিনি বলেন, বর্তমানে কোম্পানিসমূহের আয়কর হারের শর্তে উল্লেখ আছে, ‘সব ধরনের আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন পাঁচ লাখ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ লাখ টাকার অধিক সব ধরনের ব্যয় ও বিনিয়ােগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হব।’ এসব শর্ত সব কোম্পানির জন্য সমভাবে আরােপ না করে শিল্পভিত্তিক ব্যয়ের অনুপাতের ভিত্তিতে আরোপ করার প্রস্তাব করছি। এ সীমা প্রথম বছর ২০ শতাংশ, পরের বছর ১০ শতাংশ, এর পরের বছর ৫ শতাংশ এবং তার পরের বছর ০ শতাংশ হারে নির্ধরণ করা হলে বাস্তবায়ন সহজ হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।