সোমবার, ২৫ সেপ্টেম্বার, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

 মাহবুবুল আলম ঘোষিত প্যানেলকে  পুর্নাঙ্গ সমর্থন দিলো ঢাকা চেম্বার


Published: 2023-07-16 18:04:01 BdST, Updated: 2023-09-25 08:49:53 BdST

নিজস্ব প্রতিবেদক: এফবিসিসিআইয়ের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচনে মাহবুবুল আলম ঘোষিত প্যানেলকে পূর্নাঙ্গ সমর্থন দিলে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এফবিসিসিআইর আসন্ন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা চেম্বার আয়োজিত এক মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়। ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি এবারের এফবিসিসিআইর সভাপতি প্রার্থী মাহবুবুল আলম. এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এ সাত্তার, মাববুবুর রহমান, আফতাব উল ইসলাম, এম এ মোমেন, আসিফ ইব্রাহীম, আবুল কাশেম খান, রিজওয়ান রাহমান বক্তব্য রাখেন। এছাড়া সভায় অন্যানদের মধ্যে আমীন হেলালী, আবু মোতালেব, হাফেজ হারুন, ওসমান গুনি, আব্দুস সালাম, আলাউদ্দিন মালিক, কাওছার আহমেদ, শাহিন আহমেদ এবং নাদিয়া বিনতে আহমেদ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এফবিসিসিআই নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ২ অগাস্ট।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।