শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মাহবুবুল আলম ঘোষিত ব্যবসায়ি ঐক্য পরিষদের প্রার্থী হলেন যারা


Published: 2023-07-16 18:16:35 BdST, Updated: 2024-07-27 13:25:37 BdST

নিজস্ব প্রতিবেদক: ফেডারেশন বাংলাদেশ চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক পদে আসন্ন  নির্বাচনে মাহবুবুল আলমের নেতৃত্বাধিন ব্যবসায়ি ঐক্য পরিষদে ও এসোসিয়েশন গ্রুপের প্যানেল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফবিসিসিআইর  জিবি মেম্বার ও সাবেক সভাপতিদের উপস্থিততিতে এ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা করেন, এফবিসিসিআই বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও ব্যবসায়ি ঐক্য পরিষদের প্যানেল লিডার এবং এফবিসিসিআই সভাপতি প্রার্থী মাহবুবুল আলম। ব্যবসায়ি ঐক্য পরিষেদ প্যানেলের এসোসিয়েশন গ্রুপের প্রার্থীরা হলেন, এসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশে (এএফডিবি) মানতাশা আহমেদ, এসোসিয়েশন অব ওয়েব প্রেন্টার্স অব বাংলাদেশের রাব্বানী জব্বার, বাংলাদেশ এসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ এসোসিয়েশন অব গালফ মেডিকেল সেন্টারসের (বিএজিএমসি) এজাজ মোহাম্মদ, বাংলাদেশ আভ্যন্তরিণ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির মোহাম্মদ আলাউ্িদন মালিক, বাংলাদেশ বি কিপার্স এসোসিয়েশনের রাকিব মোহাম্মদ ফখরুল (রকি), বাংলাদেশ ইলেট্রিক্যাল এসোসিয়েশনের খন্দকার রুহুল আমীন,

বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ সাপ্লায়ার্স এসোসিয়েশনের এনায়েত উল্লাহ সিদ্দিকী, বাংলাদেশ কালি প্রস্তুতকারক মালিক সমিতির এম এ মোমেন, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের কাউসার আহমেদ, বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির মোহাম্মদ আমিন হেলালী, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফেকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশনের আবু মোতালেব, বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের গোলাম মুর্শেদ, বাংলাদেশ রাইস মিলস ওনার্স এসোসিয়েশনের আমজাদ হোসেন, বাংলাদেশ সিকিউরিটি সার্ভিসেস কোম্পানিজ এসোসিয়েশনের আসলাম সেরনিয়াবাত, বাংলাদেশ সাব-কন্ট্রাক্টিং শিল্প মালিক এসোসিয়েশনের ড. কাজী এরতাজা হাসান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের (বিটিএ) মো. শাহিন আহমেদ,  বাংলাদেশ দোকান মালিক সমিতির মো. হাফেজ হারুন অর রশীদ, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) শমী কায়সার, ইলেকট্টনিক্স সেফটি টএন্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) মো. নিয়াজ আলী চিশতী,  ইন্টেলেকচুয়াল প্রাপার্টি এসোসিয়েশন অব বাংলাদেশের (আইপিএবি) মোহাম্মদ খোরশেদ আলম, মেইজ এসোসিয়েশন অব বাংলাদেশ রাশেদুল হাসান (রনি) এবং উইমেন এন্টাপ্রিনিওয়ার্স ফর ঢেভেলপমেন্ট এসোসিয়েশনের (ওয়েব) ড. নাদিয়া বিনতে আমিন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।