বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ইরাকে পোশাক রপ্তানি বাড়াতে দূতাবাসের সহায়তা চায় বিজিএমইএ


Published: 2023-08-24 17:58:35 BdST, Updated: 2024-05-02 16:58:59 BdST


নিজস্ব প্রতিবেদক : ইরাকে পোশাক রপ্তানি বাড়াতে দূতাবাসের সহায়তা চান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। সেই লক্ষ্যে বিজিএমইএর একটি প্রতিনিধিদল ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারীর সঙ্গে বাগদাদে দূতাবাসে সাক্ষাৎ করেন। প্রতিদিধি দলের নেতৃত্ব দেন সভাপতি ফারুক হাসান। এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক পরিচালক নজরুল ইসলাম, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক শওকত হোসেন এবং বনিকা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিশের খান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাক্ষাতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থা, এর সম্ভাবনা, রূপকল্প এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য শিল্পের মূল কৌশলগুলো সম্পর্কে অবহিত করেন।তিনি বলেন যে, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিজিএমইএর প্রধান কৌশলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পণ্য বৈচিত্র্যকরণের সাথে নতুন বাজার অনুসন্ধান।

উল্লেখ্য যে, বাংলাদেশের পোশাক শিল্পখাতের প্রচার এবং এর শিল্পের ব্র্যান্ড ইমেজ বাড়াতে পোশাক কূটনীতির অংশ হিসেবে বিজিএমইএ এর প্রতিনিধিদল প্রতিশ্রুতিশীল বাজারগুলো পরিদর্শন করছে। বিজিএমইএ সভাপতি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ইরাক সরকারের মন্ত্রী এবং বাণিজ্য সংস্থাগুলোর সাথে বিজিএমইএ প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনে বিজিএমইএ প্রতিনিধিদলকে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূত ফজলুল বারী এবং তার দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। ফারুক হাসান আশা প্রকাশ করেন যে দূতাবাস ইরাকের বাজারে বাংলাদেশের জন্য বাণিজ্য সুযোগগুলো চিহ্নিত করতে এবং ইরাকে পোশাক রপ্তানি বৃদ্ধিতে বিজিএমইএকে সহায়তা করার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে। রাষ্ট্রদূত ফজলুল বারী বিজিএমইএ প্রতিনিধি দলকে ইরাকের বাজারে বাণিজ্যের সুযোগ কাজে লাগাতে দূতাবাসের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।