মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বার, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের চ্যাম্পিয়ন পুরস্কার জিতলেন বিইউপি’র তিন শিক্ষার্থী


Published: 2018-11-18 20:10:39 BdST, Updated: 2024-09-17 20:28:06 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

লন্ডি সাভির্সের অ্যাপ আইডিয়া ‘ধোপা চাই’ উপস্থাপন করে ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৮’র চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) তিন শিক্ষার্থী। এছাড়া প্রথম রানার আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল ‘টিম বুনন’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘টিম হার্ডলি নোজ’।  ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮’র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান শিবলি শাহরিয়ার, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, বাংলাদেশের বিজনেস ওয়াচ বাস্তবতায় উদ্যোক্তা তৈরি করা ছাড়া উপায় নেই। কারণ দেশে শিক্ষিত তরুণের সংখ্যা বাড়ছে। কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান নেই। ফলে বেকাত্ব বাড়ছে। তাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তরুণদেরর মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ছড়িয়ে দিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরো বলেন, গত ৬-৭ বছর ধরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালন করে আসছে। এটি একটি আন্তর্জাতিক আয়োজন। সারা বিশ্বের বেশ কটি দেশে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালিত হয়। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা ধারনা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য বলে জানান তিনি। এ সময় ড.মো. সবুর খান বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।