বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন বিএডিসির চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ


Published: 2022-03-04 05:24:12 BdST, Updated: 2024-04-24 16:51:03 BdST

 

 

মো. মাহমুদুল হাসান:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের(বিএডিসি) চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ। অতিরিক্ত সচিব থেকে গ্রেট ওয়ান পদমর্যাদা পাওয়ায়  বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯ টায় ধানমন্ডির ৩২ নম্বরে  এ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় তার সাথে অতিরিক্ত সচিব থেকে গ্রেট ওয়ান পদমর্যাদা পাওয়া আরো দুই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি খাজা আব্দুল হান্নান ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের(বিসিসি) নির্বাহী পরিচালক ডঃ মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে এ তিন কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এসময় পরিদর্শন বহিতে তাদের মতামত লিপিবদ্ধ করেন। পরিদর্শনকালে বিএডিসি ও বিসিসির উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএডিসি চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনে রাষ্ট্রের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে সর্বোচ্চ ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সকলের সঙ্ঘবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশের কৃষি ব্যবস্থা এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক স্যারের একান্ত প্রচেষ্টায় আমরা সকলে মিলে একটি পরিবারের মতো সংঘবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা আজ বিশ্বের কাছে রোল মডেল। কৃষকের দোরগোড়ায় সরকারের গৃহীত নানা পদক্ষেপ পৌঁছে দিতে কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রতিনিয়ত পরিশ্রম করছে। এর ফলে আজ কৃষিতে আমূল পরিবর্তন সূচিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।