শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বোকা বানাচ্ছে অসাধুব্যাবসায়ীরা : খাদ্যমন্ত্রী


Published: 2020-03-15 00:40:44 BdST, Updated: 2024-04-20 12:43:30 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক:
নিরাপদ খাদ্যের চেয়ে 'নিরাপদ মানুষ' তৈরি বেশি গুরুত্বপুর্ন। অনেক ব্যাবসা প্রতিষ্ঠান অনৈতিকভাবে নিন্মমানের এবং ভেজালপন্য উৎপাদন করে মানব স্বাস্থের অন্তিমাত্রায় ক্ষতি করছে। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বোকা বানাচ্ছে অসাধুব্যাবসায়ীরা। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যাতে কোনো ভাবেই মানুষকে বোকা বানাতে না পারে। সকলের জন্য নিরাপদ খাদ্যঃ সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার শির্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আজ শনিবার (১৪ মার্চ)কৃষিবিদ ইন্সটিটিউশনে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিসেইফ ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক এবং হাঙ্গার ফ্রি বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ডঃ আতাউর রহমান। ডঃ আতাউর রহমান তাঁর বর্ক্তৃতায় বলেন, খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করার বিষয়টি জীবনমানের উন্নয়নের সাথে স¤পৃক্ত। কেবল পর্যাপ্ত খাদ্য উৎপাদন করলেই চলবেনা, খাদ্যের গুণগত মানও নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ লাগবে। তবে দেশটাকে পুলিশি রাষ্ট্র বাবৃহৎ কারাগার বানানো চলবে না। নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য ভোক্তার পাতে নিশ্চিত করতে হলে ভোক্তার সচেতনতা বৃদ্ধিসহ খাদ্যমান শৃংখলের (ভ্যালু চেইন) এর প্রতিটি ধাপে যথযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়াম্যান গোলাম রহমান এবং কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম (প্রিন্স)। বিশেষ অতিথিরাও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্যের গুরুত্ব পুনর্ব্যাক্ত করেন।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি হুমায়ূন রশিদের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক,বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সাবেক উপাচার্য মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজি এবং এসিআই এগ্রিবিজনেসের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক ডঃ এফ এইচ আনসারী।

 

 

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।