শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমিনারে বক্তারাক্ষুদ্র মাছচাষীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন


Published: 2017-06-12 23:01:36 BdST, Updated: 2024-04-26 03:07:30 BdST

বিওয়াচ প্রতিদেক: এশিয়ার ক্ষুদ্র কৃষক সমিতিকে শক্তিশালীকরণ, ক্ষমতায়ন এবং টেকসই করার লক্ষ্যে গত রোববার রাজধানীর একটি হোটেলে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বাংলাদেশ শ্রিম্প ও ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে মৎস্য বিভাগের পরিচালক সৈয়দ আরিফ আজাদ, এফএও এর ঢাকা অফিসের প্রতিনিধি, বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলস্কা, ভিয়েতনাম ও কিরগিজস্তান পাচঁটি এশিয়ান দেশের রিসোর্স পারসন, পশু সম্পদ মন্ত্রনালয়, মৎস্য অধিদপ্তর, কৃষক সমিতি, হ্যাচারী মালিকদের প্রতিনিধি, উন্নয়ন অংশীদার এবং মিডিয়ার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশন (বিএসএসএফ) এর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক কর্মশালায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং কর্মশালা পরিচালনা করেন ।

প্রধান অতিথি এবং কর্মশালায় অনান্য অংশগ্রহণকারীরা এশিয়ার ক্ষুদ্র মাছচাষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। তাদেরমতে ক্ষুদ্র মাছচাষীরা দেশের জাতীয় অর্থনীতিতে মৎস্য সেক্টরের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং পুষ্টির চাহিদা ও দারিদ্র বিমোচন সংকান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছেন।

ছোট মাছচাষীদের কাজের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে তাদের এগিয়ে যেতে হয়, জাতীয় অর্থনীতিতে এবং তাদের ব্যাক্তিগত অর্থনৈতিক উন্নয়নে যার ক্ষতিকর প্রভাব পড়ে। তাদের জন্য কাজ করতে পারে এমন কার্যকরী সংগঠন ছোট মাছ চাষীদের ব্যাপক অর্থে লাভবান করতে পারে। যাতে এশিয়ার বিভিন্ন দেশে মাছ চাষীদের সহায়তায় এরকম সংগঠন গড়ে তোলা ও এদেও ক্ষমতায়নের জন্য উদ্যোগ সার্বিকভাবে সহায়ক হবে।

ফিলিপাইন, শ্রীলংকা, ভিয়েতনাম এবং কাজাগিস্তান থেকে গবেষকরা তাদের গবেষণায় ক্ষুদ্র খামারিদের সাফল্যের সহায়ক অনুঘটকগুলো তুলে ধরেছেন। ছোট কৃষক সমিতি টেকসইয়ে তারা দৃঢ সংগঠন এবং ব্যবস্থাপনা ইস্যুর উপর গুরুত্ব আরোপ করেছেন। কর্মশালায় অংশগ্রহণকারী সকলে এই ঐক্যমতে পৌছেছেন যে আঞ্চলিক সহায়তায় এ ধরনের সংগঠনগুলোকে উৎসাহিত ও টেকসই করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বাংলাদেশে মৎস্য ও অ্যাকুয়াকালচার খাতের সাম্প্রতিক অর্জনগুলো কর্মশালায় উপস্থাপনা করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।