বিওয়াচ প্রতিবেদক:আগামী ২০১৭-১৮ বছরের জন্য গত ১ জুন জাতীয় সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাক বিজনেস স্কুলের প্রফেসর ড.এ.বি. মির্জা আজিজুল ইসলাম।
রোববার ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক বিজনেস স্কুলের উদ্যোগে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা আজিজুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। প্রবৃদ্ধি অর্জনের জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান বাজেট কতটুকু বিনিয়োগবান্ধব- সেটা প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, বিনিয়োগ বিষয়ে কোনো নির্দেশনা নেই বাজেট প্রস্তাবে। ব্যবসায়ীরা এই বাজেটকে বিনিয়োগবান্ধব বলছেন না।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে ৩৩ শতাংশ বিনিয়োগ লাগবে। সেই জন্য বেসরকারি খাতের বড় বিনিয়োগ দরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর ইফতেখার গনি চৌধুরী। অনুষ্ঠানে বিজনেস স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।